ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ২০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, ফেব্রুয়ারি ১, ২০১৬
বরিশালে ২০ মণ জাটকা জব্দ (ফাইল ফটো)

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
 
সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগোরজা এলাকায় শ্রীপুর নদী থেকে এসব জাটকা জব্দ করা হয়।


 
বরিশাল কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মঞ্জুরুল করিম এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, দুপুরে বাগোরজা এলাকায় শ্রীপুর নদীতে অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। এ সময় সেখান ২০ মণ জাটকা জব্দ করা হয়।  
 
বিকেলে জব্দ করা জাটকা বরিশাল কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব আলমের উপস্থিতিতে এতিমদের মধ্যে এসব জাটকা বিতরণ করা হয় বলে জানান কন্টিজেন্ট কমান্ডার।
 
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬    
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।