ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ফেব্রুয়ারি ১, ২০১৬
ফেনীতে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে শহিদুল ইসলাম কামরুল (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ ৫৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার ( ১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।



আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন। তার ডান পায়ে গুলি লেগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, টাকা জমা দেওয়ার জন্য তিনি বাসা থেকে ইউসিবিএল ব্যাংকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায়।

কিছুদিন আগে জমি বিক্রি করে টাকাগুলো বাসায় রেখেছিলেন বলে তিনি জানান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবু মোর্শেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।