ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

এসআই রতনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, ফেব্রুয়ারি ১, ২০১৬
এসআই রতনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগে রাজধানীর আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমারসহ অপর দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এ মামলা করা হয়।



রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী বাদী হয়ে এ মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ বাদীর অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় বলা হয়, বাদী গত ৩১ জানুয়ারি বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে শ্যামলী রিংরোড থেকে রিকশা করে শিয়া মসজিদের দিকে যাচ্ছিলেন।

এরপর জাপান গার্ডেন সিটির পাশে তার রিকশার গতি রোধ করেন আদাবর থানার এসআই রতন কুমার। এ সময় তিনি ওই ছাত্রীর ভ্যানিটি ব্যাগে ২০০ পিস ইয়াবা আছে- অভিযোগ করে একটি দোকানে নিয়ে যাওয়া হয়। এসময় দোকান মালিককে বের করে দিয়ে ছাত্রীর গায়ের জ্যাকেট ও ব্যাগে তল্লাশি চালান।

এক পর্যায়ে ব্যাগে কোনো ইয়াবা না পেযে শরীরে হাত দিয়ে  শ্লীলতাহানির চেষ্টা করেন এসআই রতন।  

বাদির পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট আবু আলা মো. হাসানুজ্জামান হেলালী।

এদিকে গত ২০ জানুয়ারি যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকরসহ ৫ পুলিশ  সদস্যের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগে আরেকটি মামলা করেন এক নারী। ওই মামলাটিও বিচার বিভাগীয় তদন্তাধীন আছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমআই/এমএ

** অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এসআই বরখাস্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।