ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত ২৫০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, ফেব্রুয়ারি ১, ২০১৬
বরিশাল শিক্ষাবোর্ডে অনুপস্থিত ২৫০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদের মধ্যে বরিশালে ৭১ জন, ঝালকাঠিতে ২৫, পিরোজপুরে ২২, পটুয়াখালীতে ৩৭, বরগুনায় ৩৩ ও ভোলায় ৬২ জন পরীক্ষার্থী রয়েছে।



সোমবার (০১ ফেব্রুয়ারি) সারাদেশের ন্যায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন ১৪৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ্ আলমগীর বাংলানিউজকে জানান, প্রথমদিনের পরীক্ষা সার্বিক দিক থেকে সন্তোষজনকভাবে শেষ হয়েছে।

এ বছর বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ৮২ হাজার ২৪৩ জন, এর মধ্যে ৪১ হাজার ৪৪৪ জন ছাত্র ও ৪০ হাজার ৭৯৯ জন ছাত্রী।

এদিকে, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক সকালে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় ও হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।  

এছাড়া বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।