ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, ফেব্রুয়ারি ১, ২০১৬
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবি : প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন জেলার অতিরিক্ত দায়রা জজ ও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক টি এম মুসা।


 
দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার মহাম্মদপুর গ্রামে ২০০৬ সালে ২১ জুন সকালে রফিকুল ইসলামের স্ত্রী সাগরিকা তাকে ধুমপান করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রফিকুল স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সাগরিকার মৃত্যু হয়।

ওইদিন সাগরিকার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।