ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

৩ লাখ ৫৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, ফেব্রুয়ারি ১, ২০১৬
৩ লাখ ৫৬ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ ফাইল ফটো

ঢাকা: দেশের বিভিন্ন নদী থেকে ৩ লাখ ৫৬ হাজার ৩শ’ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ কোস্টগার্ডের গোয়েন্দা পরিদফতরের উপ-পরিচালক কমান্ডার এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, ৩১ জানুয়ারি (রোববার) দিনভর ও রাতের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন নদীতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৬ হাজার ৩শ’ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার মারুফ।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে কারেন্ট জাল, বেহেন্দী জাল, সিমফ্রাই জাল, চরঘেরা জাল এবং মশারি জাল।

জালগুলো ধ্বংস করা হবে বলে জানান কোস্টগার্ডের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এনএইচএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।