ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জানুয়ারি ৩১, ২০১৬
বগুড়ায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ইনার হুইল ক্লাব অব বগুড়ার উদ্যোগে বেজোড়ায় শাহ গরীবে নেওয়াজ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
 
রোববার (৩১জানুয়ারি) বিকেলে এসব কম্বল বিতরণ করা হয়।


 
এসময় ইনার হুইল ক্লাব অব বগুড়ার চার্টার প্রেসিডেন্ট অধ্যক্ষ ফজিলাতুন্নেছা, ভাইস প্রেসিডেন্ট শামীম আকতার, ট্রেজারার সোহানা রাহমান, আইএসও শাহীনা জেসমিন, ক্লাব করেসপন্ডেন্ট হাসনা খাতুন, সদস্য নুর দিয়া জাহান লিটাসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে কম্বল বিতরণ ছাড়াও এতিমদের জন্য নগদ সাড়ে চার হাজার টাকা ও মিষ্টি বিতরণ করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।