ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাজারে জাল টাকার প্রাদুর্ভাব রয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, জানুয়ারি ২৫, ২০১৬
বাজারে জাল টাকার প্রাদুর্ভাব রয়েছে

জাতীয় সংসদ ভবন থেকে: পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও নোট জালকারী কিছু চক্রের অপতৎপরতায় বাজারে জাল টাকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের (ঢাকা-৭) প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।



অর্থমন্ত্রী বলেন, জালকারীদের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তবে তা ব্যাপক নয়। জাল টাকার  প্রাদুর্ভাব রোধে বিদ্যমান উপলব্ধ প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় এনে জালনোট প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এসএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।