ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জানুয়ারি ২৫, ২০১৬
বগুড়ায় ইয়াবাসহ আটক ১

বগুড়া: বগুড়া সদর উপজেলার পালশা হাজীগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
 
সোমবার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ওই শফিকুলকে আটক করে।


 
আটককৃত মাদক ব্যবসায়ী শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
 
সোমবার বিকেল ৪টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।