ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

নওগাঁ জিলা স্কুলের এসএসসি ৮৪ ব্যাচের পুনর্মিলনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, জানুয়ারি ১৫, ২০১৬
নওগাঁ জিলা স্কুলের এসএসসি ৮৪ ব্যাচের পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে নওগাঁ জিলা স্কুলের এসএসসি ৮৪ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ফেস্টুন উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।



উদ্বোধনের পর জিলা স্কুল মাঠ থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এতে স্কুলটির এসএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, প্রীতিভোজ, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।