ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জানুয়ারি ১৪, ২০১৬
ঝিনাইদহে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ঝিনাইদহ: ঝিনাইদহে আক্তার হোসেন মণ্ডল(৪৫) নামে এক ব্যক্তির বাম হাতের দুইটি আঙুল কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাকে কুপিয়ে জখম করা হয়।



বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ভূটিয়ারগার্তী গ্রামে এ ঘটনা ঘটে। আক্তার হোসেন ভূটিয়ারগার্তী গ্রামের বিলায়েত আলী মণ্ডলের ছেলে।

এলাকাবাসী জানান, দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আক্তার হোসেনের বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে আক্তারকে কুপিয়ে জখম করা হয়। কেটে নেওয়া হয় তার বাম হাতের দুটি আঙুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত তাদের কাছে কোনো খবর আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।