ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

রংপুরে কারা পুলিশের গাড়ি চাপায় শিশুসহ নিহত ৩

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, জানুয়ারি ১১, ২০১৬
রংপুরে কারা পুলিশের গাড়ি চাপায় শিশুসহ নিহত ৩ ছবি: প্রতীকী

রংপুর: রংপুরের পাগলা পীরের ঠাকুরপাড়ায় কারা পুলিশের গাড়ি চাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।



সোমবার (১১ জানুয়ারি) বিকেলে রংপুর-দিনজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বালাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, কারা পুলিশের একটি গাড়ি সৈয়দপুর থেকে রংপুর আসছিলো। পথে গাড়িটি রংপুর-দিনজপুর মহাসড়কের পাগলা পীরের ঠাকুরপাড়ায় বিপরীত দিক থেকে আসা রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একটি শিশুসহ তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।  

দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএ
 



 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।