ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, জানুয়ারি ৯, ২০১৬
আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত

পাবনা: ঘন কুয়াশার কারণে পাবনার আতাইকুলা উপজেলায় পুলিশ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে তিন পুলিশ সদস্য  গুরুতর আহত হয়েছেন।

শনিবার (০৯ জানুয়ারি ) সকাল ৯টার দিকে পাবনা- ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি আকিজ জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।



আহত পুলিশ সদস্যরা হলেন- সুজানগর থানার পুলিশ  কনস্টেবল রুহুল, সবুর ও আল মাহমুদ। ত‍াদের উদ্ধার করে পাবনা মেডিকেল  কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বাংলানিউজকে জানান, সুজানগর থানা পুলিশের একটি টহল ভ্যান দুলাই গ্রামের দিকে যাচ্ছিল। পথে ভ্যানটি পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি আকিজ জুট মিলের কাছে এলে সাঁথিয়া থেকে ছেড়ে আসা শোভন নামে একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই তিন পুলিশ সদস্য  গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।