ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

অননুমোদিত ওষুধ বিক্রি

৫ ফার্মেসিকে ৯ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, ডিসেম্বর ৯, ২০১৫
৫ ফার্মেসিকে ৯ লাখ টাকা জরিমানা প্রতীকী ছবি

ঢাকা: অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার পাঁচ ফার্মেসিকে প্রায় ৯ লাখ টাকা জরিমানা করেছেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।



বুধবার (০৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১।

র‌্যাব-১’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, অননুমোদিত ওষুধ রাখার অপরাধে পাঁচ ফার্মেসিকে আট লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ড্রাগ অ্যাক্ট ১৯৪০’র ২৭ ধারা অনুযায়ী সাফাবি ফার্মেসিকে তিন লাখ টাকা, গ্রিড ফার্মেসিকে এক লাখ টাকা, ফার্মেসি২৪’কে তিন লাখ টাকা, আল-আমিন ফার্মেসিকে এক লাখ টাকা ও ইউনাইটেড ফার্মেসিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে সাফাবি ফার্মেসি থেকে ১০৮, গ্রিড ফার্মেসি থেকে ৫৪, ফার্মেসি২৪ থেকে ২৫, আল-আমিন থেকে ১২ ও ইউনাইটেড থেকে ৩৬ ধরনের (মোট ২৩১) অননুমোদিত ওষুধ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।