ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

চারঘাটে ফেনসিডিলসহ ভারতীয় চোরাকারবারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, ডিসেম্বর ৯, ২০১৫
চারঘাটে ফেনসিডিলসহ ভারতীয় চোরাকারবারী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা সীমান্তে ৫৩০ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি-৩৭ ব্যাটালিয়নের ইউসুফপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে বিজিবির ইউসুফপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ভারতীয় চোরাকারবারীর নাম জেনারুল ইসলাম (৩২)। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর এলাকার খয়েরতলা গ্রামের মজিবার রহমানের ছেলে।

দুপুরে চারঘাট উপজেলার মোক্তারপুর সীমান্ত এলাকার নিচে পদ্মার চর থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ ও মাদক সংক্রান্ত আলাদা দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ইউসুফপুর ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।