ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, ডিসেম্বর ৯, ২০১৫
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাশেম (৫০) নামে এক প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে।
 
মৃত আবুল হাশেম নতুন মদনাডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই গ্রামের কলাগাড়ির মাঠ এলাকায় নিজ জমিতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, দুপুরের দিকে আবুল হাশেম কলাগাড়ির মাঠে নিজ জমিতে স্থাপিত গভীর নলকূপের বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে  বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, পারিবারিকভাবে তার দাফনের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।