নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলায় তারেক হোসেন (২৮) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পলাশ উপজেলার গজারিয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
তারেক একই উপজেলার নোয়াকান্দা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, দুপুরে গজারিয়া এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় পথচারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে তারেককে গলা কেটে হত্যা করে মৃতদেহ ওই এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। একই এলাকা থেকে অটোরিকশাটিও উদ্ধার করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫