ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বুড়িগঙ্গা খনন করা দরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, জানুয়ারি ২৪, ২০১৫
বুড়িগঙ্গা খনন করা দরকার খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: রাজধানী ঢাকার পরিবেশ সুন্দর করতে বুড়িগঙ্গা নদী খনন করা দরকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ বোর্ডের আয়োজনে ‘চামড়া শিল্পের উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



খাদ্যমন্ত্রী বলেন, বুড়িগঙ্গা নদী খনন করা দরকার। এর ফলে নদীটির পাশ্ববর্তী এলাকাসহ রাজধানী ঢাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে।

তিনি বলেন, বুড়িগঙ্গা নদী খনন করার পূর্বে পুরান ঢাকার হাজারীবাগে অবস্থিত সবগুলো ট্যানারি কারখানা সাভারে স্থানান্তর করা প্রয়োজন। আশা করি অল্প সময়ের মধ্যেই এগুলো স্থানান্তরিত হবে। সাভারের চামড়াশিল্প পল্লীর কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

গত ৫ বছরে আন্তর্জাতিক মন্দার মধ্যেও চামড়া শিল্পের আয় বেড়েছে তিনগুন। যাবতীয় সহযোগিতা পেলে এ শিল্প থেকে সব চেয়েবেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলেও জানান তিনি।

চামড়া শিল্প স্থানান্তরের লক্ষ্যে সাভারে ১৯৯ দশমিক ৪০ একর জমির ওপর স্থাপিত পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্লান্ট (সিইটিপি) এবং ডাম্পিং ইয়ার্ড ছাড়া প্রায় সকল অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে।

বিনিযোগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।