ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়ি দুইশ’ দোকান পুড়ে ৩০ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, জানুয়ারি ২৪, ২০১৫
বাঘাইছড়ি দুইশ’ দোকান পুড়ে ৩০ কোটি টাকার ক্ষতি ফাইল ফটো

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি সদর বাজারে আগুন লেগে অন্তত দুইশ’ দোকান ও ঘরবাড়ি পুড়ে গেছে। এতে অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।



শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা স্থানীয়দের সহায়তায় পানি, বালু ও অগ্নিনির্বাপক গ্যাসের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে। শনিবার সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

এদিকে, এ উপজেলায় কোনো ফায়ার সার্ভিস অফিস নেই। এজন্য পাশের খাগড়াছড়ি সদর থেকে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতেই তাদের সকাল ৬টা বেজে যায়। ততক্ষণে আগুনে পুরো বাজার পুড়ে ছাই হয়ে যায়।

বাঘাইছড়ি থানার ইনচার্জ আজিজুল হক অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।