ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জানুয়ারি ২৪, ২০১৫
রাজশাহীতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

রাজশাহী: রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে আহত হয়েছেন ২৫ যাত্রী।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে মহানগরীর কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা বর্তমানে আশঙ্কমুক্ত। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘এমপি সাফারি’ নামে যাত্রীবাহী ওই বাসটি রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। যাওয়ার পথে মতিহারের কাপাশিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২৫ জন আহত হন। পরে সদর দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এর মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।