ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, জানুয়ারি ২৪, ২০১৫
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিখোঁজের ৫ দিন পর শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান (৩৫) নামের একজন আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের দাবি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।



শনিবার (২৪ জানুয়ারি) সকালে ফতুল্লার মাসদাইর বেকারি মোড় এলাকার একটি ডোবা থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান মাসদাইর এলাকার মনসুর মহাজনের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ছিলেন।

নিহতের স্ত্রী রোজিনা আক্তার জানান, গত ১৯ জানুয়ারি মোখলেছুর রহমানকে বাসা থেকে ডেকে নিয়ে যান তার বন্ধু জামান মিয়া ও জসিম মিয়া। তাদের মধ্যে জামান পশ্চিম মাসদাইর এলাকার জজ মিয়ার ছেলে ও জসিম মিয়া মাসদাইর পাকাপুল এলাকার মোসলেম মিয়ার ছেলে। পর অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বন্ধু জামান ও জসিমকে জিজ্ঞাসা করা হলে তারা অস্বীকার করেন। পরে গত বুধবার জামান ও জসিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলার জন্য এজাহার দেন রোজিনা।

শনিবার সকালে মাসদাইর বেকারি মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন রোজিনা আক্তার।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।