ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে গান পাউডারসহ আটক দুজনই শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, জানুয়ারি ২৩, ২০১৫
না.গঞ্জে গান পাউডারসহ আটক দুজনই শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ডিবির অভিযানে গান পাউডারসহ গ্র্রেপ্তার দুজনই কলেজ ছাত্র। বড় ধরনের নাশকতার জন্যই এসব গান পাউডার আনা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

উদ্ধারকৃত গান পাউডারের ওজন ৪শ’ গ্রাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ওই দুইজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আবু সাঈদ (৩০) ও হাইউল মিয়া (২৮) হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, ঢাকার খিলগাঁও ও গোড়ান এলাকা থেকে ওই দুইজন যুবক ৪০০ গ্রাম গান পাউডার নিয়ে নারায়ণগঞ্জ আসছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এ গানপাউডার পাউরুটির প্যাকেটে রুটির মধ্যে ভরে অভিনব কায়দায় আনা হয়েছিল।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মাজহার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেপ্তারকৃত দুই যুবক একটি বাসে করে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসেন। শহরের চাষাঢ়া এলাকায় বাস থেকে নামার পরই ওই দুইজনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় পাউরুটির প্যাকেটে রুটির মধ্যে লুকিয়ে রাখা গান পাউডার উদ্ধার করে পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

** না.গঞ্জে পাউরুটি প্যাকেটে গান পাউডার, গ্রেপ্তার ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।