ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জানুয়ারি ২৩, ২০১৫
যশোরে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ড তারেক রহমান

যশোর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যশোর আদালতে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন।



তিনি জানান,  মামলার তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে মামলা রেকর্ডের অনুমতির জন্য ডিসেম্বর মাসে নথিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার অনুমতি দিলে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

তিনি আরও জানান, এ মামলায় কোতোয়ালি মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ গণি মিয়াকে তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৪ সালের ৫ নভেম্বর লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে বক্তব্য দেয়। পরবর্তীতে ৯ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে যশোর আদালতে মামলা করেছিলেন।

পরবর্তীতে ১৩ নভেম্বর শুনানী শেষে অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দিয়েছিলেন।

১৫ ডিসেম্বর অস্ট্রিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় ২২ ডিসেম্বর যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন বাদী হয়ে মামলা করেন। এছাড়াও একই ঘটনায় ২৩ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহজান আলী বাদী হয়ে মামলা করেন।

এ মামলার বিচারক মিল্টন হোসেন অভিযোগটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করে ২১ জানুয়ারি তারেক রহমানকে আদালতে হাজিরের আদেশ দিয়েছিলেন।
                       
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।