ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সুলতান মেলায় ঘোড়ার গাড়ির দৌড় অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জানুয়ারি ২৩, ২০১৫
সুলতান মেলায় ঘোড়ার গাড়ির দৌড়  অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: সুলতান মেলার দ্বিতীয় দিনে ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে ঘোড়ার গাড়ির দৌড়  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হাজারো মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতায় ২৫টি ঘোড়ার গাড়ি অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী ঘোড়ার গাড়ির মালিকদের টেলিভিশনসহ বিভিন্ন পুরষ্কার দেওয়া হয়।

বৃস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল নড়াইলের ‘সুলতান মঞ্চ’ চত্বরে সপ্তাহব্যাপি সুলতান মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আনত্মর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।