লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাঠকর্মী কলেজছাত্র নুরুন্নবী বকুল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর এলাকার আজিজুল হকের ছেলে মনিরুল ইসলাম মনু(২২) ও একই এলাকার আবিজ উদ্দিনের ছেলে রাজু মিয়া(২৫)।
লালমনিরহাট রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বাংলানিউজকে জানান, একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে নুরুন্নবী বকুলের সঙ্গে বনভোজনে মাইক বাজানো নিয়ে আসামিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
এরই জের ধরে গত বছরের ২২ ডিসেম্বর রাতে আসামিরা বকুলকে হত্যা করে বুড়িমারী লালমনিরহাট রেলওয়ের ধবলসুতি (খ্যাঁনপাড়া) এলাকায় ফেলে পালিয়ে যায়।
পরদিন ২৩ ডিসেম্বর স্থানীয়দের খবরে লালমনিরহাট রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনগত রাতে পাটগ্রাম থানা পুলিশের সহযোগিতায় রেলওয়ে থানা পুলিশ বুড়িমারী স্থলবন্দর বাজার থেকে আসামি মনিরুল ইসলাম মনু ও রাজু মিয়াকে গ্রেফতার করে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বকুল হত্যা মামলায় আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫