ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

তালায় 'মর্যাদায় গড়ি সমতা' বিষয়ক ওরিয়েন্টেশন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, জানুয়ারি ১৬, ২০১৫
তালায় 'মর্যাদায় গড়ি সমতা' বিষয়ক ওরিয়েন্টেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা(সাতক্ষীরা): সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে সাতক্ষীরার তালায় “মর্যাদায় গড়ি সমতা” বিষয়ক দু’দিনের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ জানুয়ারি) বেসরকারি সংস্থা উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ-ওরিয়েন্টেশন।



তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন।

উত্তরণ অপরাজেয় প্রকল্পের আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

উত্তরণ অপরাজেয় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের পরিচালনায় ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট প্রকল্পের সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. আব্দুস সবুর মলঙ্গী, অ্যাডভোকেট মুনিরুদ্দীন, প্রকল্প হিসাব রক্ষক আলমগীর কবীর সুমন, প্রোগ্রাম অফিসার চৌধুরী আবুল কালাম এবং মনিটরিং অফিসার জামিলা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে ভূমিহীনদের সমস্যা, ভূমিহীন নারীর সমস্যা, সমস্যার কারণ, নারীর ঐতিহাসিক প্রেক্ষাপট, সমাজে নারীর অবস্থান, জেন্ডার, নারী-পুরুষের বৈষম্য বিশ্লেষণ, নারী মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠন ফেডারেশন ও ভূমি কমিটির ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।