ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাঙামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জানুয়ারি ১৪, ২০১৫
রাঙামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটি: রাঙামাটি শহরে জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।



রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট মো. সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের বিপক্ষে থাকায় ওইদিন তারা শহরে অবরোধের ডাক দেয়। একই দিন পাহাড়ি ছাত্র পরিষদের কর্মী ও মেডিকেল কলেজ স্থাপনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

পরে আইনশৃঙ্খলা রক্ষার্থে রাঙামাটি জেলা প্রশাসন শহরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।