ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

গেণ্ডারিয়ায় স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জানুয়ারি ১৪, ২০১৫
গেণ্ডারিয়ায় স্কুল ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর গেণ্ডারিয়ায় টিনের চালা থেকে পড়ে মো. আকাশ নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গেণ্ডারিয়ার ডিআইটি এলাকায় এ ঘটনা ঘটে।



নিহত আকাশের বাবা আলমগীর হোসেন জানান, টিনের চালায় ঘুড়ি আটকে গেলে তা নামিয়ে আনতে চালার ওপর ওঠে আকাশ। এ সময় পা পিছলে চালার নিচে রাখা ইটের খোয়ায় মারাত্মক জখম হয় সে।

ঘটনার পর আকাশকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

আকাশ গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আকাশের বাবা আলমগীর হোসেন পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার চৌদ্দআনিচর গ্রামে আকাশের বাড়ি।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।