ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, জানুয়ারি ১৪, ২০১৫
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তে গোলাম হোসেন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
 
বুধবার ভোর ৪টায় সীমান্তের ৩৭৪/১ নং পিলারের ওপারে ভারতের দুইশ গজ অভ্যন্তরে গুরু আনতে গেলে তাকে আটক করে ১২১ বিএসএফ কুকরাদহ ক্যাম্পের টহল দল।



গোলাম হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার সমির নগর খেড়বস্তি গ্রামের শের আলীর ছেলে।

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া গোলাম হোসেনকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।