ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

শার্শায় ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, জানুয়ারি ১৩, ২০১৫
শার্শায় ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে  আটক করে কারা ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
এর মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও অপরজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।



সোমবার (১২ জানুয়ারি) রাত ৭টায় আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট এটিএম শরিফুল আলম এ দণ্ডাদেশ ও জরিমানা করেন।

এরা হলেন, মাদক ব্যবসায়ী শার্শার রাড়ীপুকুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে রিয়াজ গাইন (৪৫) ও বৃত্তিবারিপোতা গ্রামের মৃত রজব আলীর ছেলে মোতালেব (৪০)।

পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের সহযোগিতায় শার্শার রাড়ীপুকুর পূজা মন্দিরের সামনে মাদক স্পটে অভিযান চালিয়ে এক বোতল মদসহ ব্যবসায়ী রিয়াজ গাইনকে আটক করে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠায় ও অপর মাদক ব্যবসায়ী মোতালেবকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।