ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

ইনকিলাব বার্তা সম্পাদকের হাইকোর্টে জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, জানুয়ারি ১২, ২০১৫
ইনকিলাব বার্তা সম্পাদকের হাইকোর্টে জামিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ রবির জামিন মঞ্জুর করেন।



আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

একটি সংবাদ প্রকাশের জের ধরে পুলিশ সদর দপ্তরে কর্মরত ভারপ্রাপ্ত এআইজি প্রলয় কুমার জোয়ারদার ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ও আইসিটি আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ওয়ারী থানায় মামলা করেন।

এরপর গত বছরের ১৯ আগস্ট রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাবের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে বার্তা সম্পাদককে গ্রেপ্তার করা হয়।

ইনকিলাবের বার্তা সম্পাদকের পাশাপাশি প্রকাশক ও সম্পাদক, প্রধান প্রতিবেদক, নগর সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদককেও আসামি করা হয় ওই মামলায়।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।