ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, জানুয়ারি ১১, ২০১৫
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

বগুড়া: বগুড়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাক চালকের সহযোগী (হেলপার) আমিনুল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন চালক শফিকুল ইসলাম (২৭)।



বগুড়া মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, রোববার দুপুরে মাটিডালী ও চারমাথা এলাকার মাঝামাঝি স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিবাহী ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক শফিকুল ও তার সহযোগী আমিনুল ইসলাম। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা সোয়া ৩ টার দিকে চিকিৱসাধীন অবস্থায় আমিনুল ইসলামের মৃত্যু হয়।

এদিকে হরতাল ও অবরোধকারীদের ধাওয়া খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার যে খবর উঠেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, কোনো কোনো গণমাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।