ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জানুয়ারি ৯, ২০১৫
পলাশবাড়ীতে আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে নুপুর আক্তার (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার দুই মেয়ে।



শুক্রবার ভোরে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

মৃত নুপুর আক্তার আমলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি ওই গ্রামের নজির উদ্দিন মাস্টারের মেয়ে।

মহদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন সুজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে নুপুর আক্তার তার দুই মেয়েকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে ঘরে আগুন ধরে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর আগেই ঝলসে মারা যান নুপুর। আহত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।