ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১২০টি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, সেপ্টেম্বর ২২, ২০২৫
১২০টি পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর মধ্য বাসাবো এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে সবুজবাগ থানা পুলিশ। গ্রেপ্তাররা মো. জাফর উল্লাহ (৬০) ও মোসা. রফিকা তানজিমের (৫৫) বিরুদ্ধে ১২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সবুজবাগ থানা সূত্র জানায়, শনিবার সবুজবাগ থানাধীন মধ্য বাসাবো এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে চুনজি নিট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদার মো. জাফর উল্লাহ এবং একই কোম্পানির পরিচালক ও অংশীদার মোসা. রফিকা তানজিমকে গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ।

গ্রেপ্তার জাফরের বিরুদ্ধে ৫৪টি গ্রেপ্তারি পরোয়ানা এবং  রফিকা তানজিমের বিরুদ্ধে ৬৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।