ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত ফাইল ছবি

সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিলেট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ ছাড়া, নদ-নদীর পানি বেড়ে ১১ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি অমলশিদ (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার ও সুরমা নদী কানাইঘাট (সিলেট) পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে  প্রবাহিত হচ্ছে।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে, এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে অথবা বিরাজ করতে পারে।

এ ছাড়া রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল আগামী দুই দিন বাড়তে পারে। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ধরলা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তৃতীয় দিন এসব নদীর পানি সমতল কমতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি সমতল আগামী এক দিন বাড়তে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। দ্বিতীয় দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন পানি সমতল কমতে পারে।

আবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি সমতল আগামী দুই দিন বাড়তে পারে এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলায় এসব নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তৃতীয় দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
 
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।