ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্যবসা-বাণিজ্যের মন্থর গতি নিয়ে সচেতন আছি: অর্থ উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ব্যবসা-বাণিজ্যের মন্থর গতি নিয়ে সচেতন আছি: অর্থ উপদেষ্টা সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অর্থনীতিতে অবশ্যই প্রভাব পড়ে। সে বিষয়ে আমরা সচেতন আছি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অর্থনীতিবিদরা বলেছেন, দেশে বেকার সংখ্যা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে প্রভাব ফেলবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, তারা যে বিশেষণ ব্যবহার করেছে সেটা এ ব্যাপারে আসে না। তবে কর্মসংস্থান একটা বড় চ্যালেঞ্জ। কারণ কর্মসংস্থান হয় বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য যদি একটু মন্থর হয়ে যায় সেটা অর্থনীতিতে অবশ্যই প্রভাব পড়ে। সেটা নির্ভর করে আমরা ব্যবসা-বাণিজ্য কতটুকু সহায়তা দিচ্ছি। একেবারে ভয়ঙ্কর কিছু এটা মনোযোগ আকর্ষণ করার জন্য বলে। তবে আমরা সচেতন আছি।

ব্যবসা বাণিজ্য মন্থর হয়েছে সে বিষয়ে কি বলবেন জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসাটা মাঝখানে একটু মন্থর ছিল এখন একটু ভালো হয়েছে। আপনারা দেখবেন এনবিআরের ট্যাক্স রেভিনিউ পিকিং আপ। আর এনবিআর যেটা করছে যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে সেগুলো অনেক উদ্ধার করছে।

ট্যাক্স নিয়ে তিনি বলেন, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ব্যবহার করছি। ল'য়ারদের আমরা দিয়েছি যাতে তারা তাড়াতাড়ি কাজটা করতে পারেন। যেমন অনেক লোক আছে যারা ট্যাক্স ফরমটা পূরণ করতে পারে না। সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাহলে তাদের জন্য সুবিধা।

কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, কর্মসংস্থান নিয়ে আমরা অবশ্যই উদ্যোগ নিচ্ছি। লোকাল যে প্রকল্পগুলো আছে যেগুলো তাড়াতাড়ি করতে হয়। সে লক্ষ্যে আজকে হবিগঞ্জে একটা প্রজেক্ট নিয়েছি। সেখানে হাইটেক প্রযুক্তি ব্যবহার করবে না। সেখানে রাস্তাকে প্রশস্ত করবে ওখানে তো কর্মসংস্থান হবে। আমরা এ রকম কিছু চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে ব্যবসা- বাণিজ্য সংশ্লিষ্ট কর্মসংস্থান সবচেয়ে বেশি দরকার।

এলএনজি আমদানিতে নাকি পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, আমরাতো আন্তর্জাতিক বাজার যাচাই করে দেখি। সেটা আমেরিকা, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর হোক আমরা সবগুলো বাজার কম্পেয়ার করছি। এতো সহজ না। যে আমেরিকাকে দিয়ে দেবো, পিটার হাসের কোম্পানি কোনটা আমরা ভালো করে জানিও না।

সার আমদানি নিয়ে সম্প্রতি একটা দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টা দেখছি। চট করে আপনারা বললেন আর আমরা ব্যবস্থা নেবো বিষয়টা সে রকম না।

তদন্ত করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি বিস্তারিত জানি না, সার আনে বেশির ভাগ কৃষি ও শিল্প মন্ত্রণালয়। এটা তাদের দায়িত্ব। আমরা বিষয়টা আরও খতিয়ে দেখবো।

জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।