ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ৪ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, সেপ্টেম্বর ১৫, ২০২৫
আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে ৪ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী বিশেষ অভিযানে চার দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র‍্যাব-২-এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এসময় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাদের সাত থেকে ১০ দিনের কারাদণ্ড দেন।

র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) খান আসিফ তপু বলেন, এসব দালাল দীর্ঘদিন ধরে সাধারণ আবেদনকারীদের পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল। ফরম পূরণ, সত্যায়ন, ভুল সংশোধন কিংবা দ্রুত ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদানের আশ্বাস দিয়ে তারা গ্রাহকদের কাছ থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিত। অনেক আবেদনকারী প্রস্তাবে রাজি না হলে নানা উপায়ে তাদের হয়রানির শিকার হতে হতো।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ এবং এলাকায় মাইকিং করা হলেও চক্রটি তাদের অপতৎপরতা বন্ধ করেনি। আটক ব্যক্তিরা চক্রের সক্রিয় সদস্য এবং প্রতিনিয়ত সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছিল বলে তাদের স্বীকারোক্তিতেই প্রমাণিত হয়েছে।

খান আসিফ তপু বলেন, জনভোগান্তি হ্রাস এবং অবৈধ দালাল চক্র নির্মূল না হওয়া পর্যন্ত র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।