ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগস্ট মাসে ৪৯ মামলা করেছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, সেপ্টেম্বর ১৫, ২০২৫
আগস্ট মাসে ৪৯ মামলা করেছে দুদক দুর্নীতি দমন কমিশনের লোগো।

২০২৫ সালের আগস্ট মাসে ৪৯টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় মোট ৩১১ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৫ সালের আগস্ট মাসে ৪৯টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় মোট আসামি করা হয়েছে ৩১১ জন। একই সময়ে চার্জশিট দেওয়া হয়েছে ২৮টি মামলার। এ ২৮টি চার্জশিটে মোট আসামি ১১১ জন। আর এ মাসে নতুন ১১২টি অভিযোগের অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন। এ ছাড়া আগস্ট মাসে ৫১টি সম্পদ বিবরণীর আদেশ অনুমোদন দিয়েছে দুদক।

এসএমএকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।