ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো মেরুন রঙের পোলো-শার্ট পরিহিত যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই সেনা ও পুলিশ সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করলে সংগঠনের সভাপতি নুরুল হক নুরসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল।
এমএমআই/আরআইএস