ঢাকা: আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ও রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার ও ১৫ হাজার মেট্রিক টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি, ৬০ হাজার টন টিএসপি এবং এক লাখ ১৫ হাজার টন এমওপি সার রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত আটটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চট্টগ্রামের টিএসপিসিএল-এর জন্য ১৫ হাজার মেট্রিক টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
মেসার্স জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট: ভারতের নায়ারা এনার্জি লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি), কুয়েতের কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন, সৌদি আরবের আরামকো ট্রেডিং কোম্পানি, কাতারের কাতার পেট্রোলিয়াম, কাতার কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মুস্তাজাত কিউপিজেএসসি। তাইওয়ানের ফর্মোসা পেট্রোকেমিক্যাল কর্পোরেশন, বাহরাইনের বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি গ্যাস লিকুইফ্যাকশন লিমিটেড) থেকে প্রতি মেট্রিক টন রক সালফারের দাম ৩৬৯ মার্কিন ডলার হিসেবে ১৫ হাজার টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড আমদানিতে ব্যয় হবে ৭১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭৫ টাকা।
শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২০২৬ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে প্রতি মেট্রিক টন ৪৬০.৬২৫ মার্কিন ডলার দরে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১৬৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি বিদেশি অর্থনৈতিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১ম লটের ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ) এর কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৬১ মার্কিন ডলার দরে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ টাকা।
বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো: কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো থেকে ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে প্রতি মেট্রিক টন ৭৮২.৬৭ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে ব্যয় হবে ৩৮৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪০ টাকা।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো থেকে ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ২য় লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে প্রতি মেট্রিক টন ৫৮৪.৬৭ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে ব্যয় হবে ২১৫ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ২৮০ টাকা।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো থেকে কিউসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩য় লটের ৩০ মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
মরক্কোর কিউসিপি নিউট্রিক্রপস থেকে প্রতি মেট্রিক টন ৫৮৪.৬৭ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে ব্যয় হবে ২১৫ কোটি ০৪ লাখ ১৬ হাজার ২৬০ টাকা।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪র্থ লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে প্রতি মেট্রিক টন ৩৬১.০০ মার্কিন ডলার হিসেবে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকা।
এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৫ম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে প্রতি মেট্রিক টন ৩৬১.০০ মার্কিন ডলার হিসাবে ৪০ হাজার টন এমওপি সার আমদানিতে ব্যয় হবে ১৭৭ কোটি তিন লাখ ৪৪ হাজার টাকা।
জিসিজি/আরআইএস