ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

আসামি পুলিশ সদস্যের জামিনে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই: আসিফ নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, আগস্ট ১৯, ২০২৫
আসামি পুলিশ সদস্যের জামিনে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই: আসিফ নজরুল উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।  

তিনি বলেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। হাইকোর্ট উচ্চ আদালত হলেও তার সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে তাই আপিল করা হয়েছে। আগামীকালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

জামিন বাতিল হলে পুলিশ ওই আসামিকে গ্রেপ্তার করবে বলেও নিজের পোস্টে উল্লেখ করেন আসিফ নজরুল।

এদিকে জুলাই হত্যা মামলার আসামির জামিন হওয়ায় সচিবালয় ও প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন নিহত ও আহতদের স্বজনরা। সেখানে তারা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন।  

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।