ঢাকা: যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ডে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘের মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জেনেভা ও ওয়াশিংটনে বাংলাদেশের নতুন দূত হিসেবে নাহিদা সোবহান ও আরিফুল ইসলামের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তাব (অ্যাগ্রিমো) গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসেই প্রস্তাবিত দূতদের গ্রহণ করার বিষয়টি বাংলাদেশ সরকারকে নিশ্চিত করা হয়েছে।
নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডায় হাইকমিশনার হিসেবে নিযুক্তির আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
যুক্তরাষ্ট্রে নিয়োগ লাভ করা বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
এদিকে সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও তার অ্যাগ্রিমো এখনো সরকারের কাছে আসেনি। তবে খুব শিগগির চলে আসবে বলে আশা করা হচ্ছে।
টিআর/এইচএ/