ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জুলাই ১০, ২০২৫
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল উপদেষ্টা পরিষদের বৈঠক

সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনাটি বাতিল করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এ নির্দেশনা বাতিল করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১৬ বছরের শেখ হাসিনার স্বৈরশাসনের সময় একটি নির্দেশ জারি করা হয়েছিল, যেখানে সরকারি কর্মকর্তাদের তাকে (শেখ হাসিনাকে) ‘স্যার’ বলে সম্বোধন করতে বলা হয়। এই প্রথা পরবর্তীতে সরকারের ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও সম্প্রসারণ করা হয়েছিল; যাদের এখনও পর্যন্ত ‘স্যার’ বলে সম্বোধন করা হচ্ছে, এটা পরিস্কারভাবে উদ্ভট।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয় এবং প্রটোকল নির্দেশনা পর্যালোচনা করতে একটি কমিটিও গঠন করা হয়।

এ কমিটির সদস্যরা হলেন, জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ।

এই কমিটিকে এক মাসের মধ্যে প্রটোকল নির্দেশনা ও সম্বোধন বিষয়ক সম্মানসূচক উপাধিগুলো পর্যালোচনা করে সংশোধনী প্রস্তাব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।