ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

যুদ্ধের মধ্যেই তেহরান গেলেন বাংলাদেশি কূটনীতিক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, জুন ২৩, ২০২৫
যুদ্ধের মধ্যেই তেহরান গেলেন বাংলাদেশি কূটনীতিক

ঢাকা: ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরান পৌঁছেছেন বাংলাদেশের একজন কূটনীতিক। বাংলাদেশের তেহরান দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

সোমবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, বাংলাদেশের তেহরান দূতাবাসের কনস্যুলার অফিসার ওয়ালিদ ইসলাম  তুরস্ক হয়ে ইরান পৌঁছেছেন। তিনি এখন তেহরান দূতাবাস থেকে প্রবাসীদের ফেরাতে কাজ করছেন।

তিনি জানান, ওয়ালিদ ইসলাম ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। তার ১৫ জুন বাংলাদেশ থেকে তেহরানে যাওয়ার কথা ছিল। তবে ১৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর তিনি আটকে পড়েন। পরে তিনি ঢাকা থেকে তুরস্ক যান। তুরস্ক থেকে সড়ক পথে তেহরান পৌঁছেছেন।

আর একটি সূত্র জানায়, ইস্তাম্বুল থেকে সহজেই ওয়ালিদ ইসলাম তেহরান পৌঁছাতে পারেননি।  প্রথমে তিনি ইস্তাম্বুল সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেন। তবে সফল না হয়ে তিনি তুর্কিমেনিস্তানের সীমান্ত দিয়ে ইরানে প্রবেশের উদ্যোগ নেন। এতেও ব্যর্থ হন। পরে আবার তুরস্ক সীমান্ত দিয়ে ইরানে  প্রবেশ করেন।

এদিকে জানা গেছে, যুদ্ধের মধ্যে ইরান যেতে ওয়ালিদ ইসলামকে নিষেধ করেছিলেন তার আত্মীয়-স্বজন ও  বন্ধু-বান্ধব। এমনকি নিজের মা'ও  নিষেধ করেছিলেন তাকে।  ইরান যাওয়ার আগে ওয়ালিদ ইসলাম নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান। তবে নিজের দায়িত্ববোধ থেকেই তিনি তেহরান গেছেন। সেখানে তিনি বাংলাদেশি  প্রবাসীদের ফেরাতে কাজ করছেন।

টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।