ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা কার্যক্রমে কড়াকড়ি আরোপ করায় কিছু ব্যাংকের গ্রাহকদের সাময়িক ঝামেলা পোহাতে হয়, ফলে তাদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়।
তবে এই বিষয়ে আশ্বস্ত করে এনআইডি মহাপরিচালক এএসএম হুমাযুন কবীর বলেছেন ব্যাংক থেকে অর্থ উত্তোলনে কোনো অসুবিধা নেই।
গত ১৫ মে থেকে ইসি থেকে তথ্য যাচাই সেবা গ্রহণকারী ১৮৬টি প্রতিষ্ঠানকে আগের মতো আর ঢালাও তথ্য দিচ্ছে না ইসি, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। আগে প্রতিষ্ঠানগুলো নাগরিকদের এনআইডি নম্বর দিলে ইসি সেই এনআইডিতে প্রদর্শিত সকল তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরবরাহ করতো। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠানের 'যাচাই সেবা' গ্রহণের লিংকে ত্রুটি থাকার বিষয়টি সামনে আসার পর, এনআইডি সার্ভারের তথ্য ফাঁস রোধে সকল তথ্য দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে এনআইডি কর্তৃপক্ষ। বর্তমানে কোনো প্রতিষ্ঠান কোনো নাগরিকের তথ্য জানতে চাইলে ইসি 'ম্যাচ, নট ম্যাচ' আকারে তথ্য সরবরাহ করছে।
সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকসহ সাতটি প্রতিষ্ঠানের লিংক থেকে তথ্য ফাঁসের আশংকা তৈরি হওয়ায় কমিশন ওই সিদ্ধান্ত নেয়। এছাড়াও প্রতিষ্ঠানগুলোতে যাচাই সেবা প্রদান স্থগিত রাখে। এতে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়।
বিষয়টি উত্থাপন করা হলে এনআইডি মহাপরিচালক বলেন, আমরা সকালে ব্যাংকগুলোর প্রতিনিধির সঙ্গে বসেছিলাম। তাদের আমরা 'ইয়েস, নো' আকারে তথ্য দিচ্ছি। এতে কোনো অসুবিধা হচ্ছে না। তারা আমাদের সিদ্ধান্তে হ্যাপি। তবে কিছু কিছু সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। আমরা বলেছি, আপনারা দ্রুত এই সিস্টেমের মধ্যে চলে আসুন। আশাকরি শিগগিরই একটি ভালো ফলাফল জানতে পারবেন।
ইইউডি/এমএম