ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুড়িল-পূর্বাচল পানি প্রকল্প ও টঙ্গী শিল্প এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫২, মে ১৯, ২০২৫
কুড়িল-পূর্বাচল পানি প্রকল্প ও টঙ্গী শিল্প এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। 

ঢাকা: রাজধানীর গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প ও অবৈধ দখল রোধে পরিদর্শন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম।  

রোববার (১৮ মে) দুপুর ১টা থেকে শুরু হওয়া এ সফরে তিনি কুড়িল, পূর্বাচল পানি সরবরাহ প্রকল্প এবং টঙ্গী শিল্প এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে তিনি কুড়িল-পূর্বাচল লিংক রোড এলাকায় যান। সেখানে যানজট নিরসনের লক্ষ্যে নির্মিতব্য দুটি লেনের রাস্তা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশ ঘুরে দেখেন। তিনি প্রস্তাবিত রাস্তা নির্মাণের যৌক্তিকতা যাচাইয়ের পাশাপাশি এলাকার বসবাসকারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রায় ৬৮০ মিটার রাস্তার দুই পাশে ডিজিটাল সার্ভে করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।

পরে পূর্বাচল এলাকায় পিপিপি ভিত্তিক পানি সরবরাহ প্রকল্পের কাজ পরিদর্শন করেন চেয়ারম্যান। ৫৯২.৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পে রাজউক ২৯৯.৮০ কোটি টাকা ব্যয় করছে। প্রকল্পের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে United Delcot Water Ltd. তিনি পাম্প ও পানি সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

টঙ্গী শিল্প এলাকায় পরিদর্শনে গিয়ে চেয়ারম্যান বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। সেখানে অনুমোদিত ৬০ ফুট রাস্তাজুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে তিনি তাৎক্ষণিকভাবে একটি দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এবং নির্মাণাধীন একটি মসজিদের কাজ বন্ধের ব্যবস্থা নেন। তিনি ঘোষণা দেন, অবৈধ দখল উচ্ছেদে শিগগিরই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শন করেন। তিনি নির্মাণাধীন মসজিদ, মন্দির ও সুইমিংপুলসহ অন্যান্য স্থাপনার অগ্রগতি পরিদর্শন করেন এবং দ্রুততার সঙ্গে সর্বোচ্চ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এসময় মেট্রোরেল স্টেশনের পাশে একটি অননুমোদিত ফুডকোর্ট নির্মাণ কাজ বন্ধ করে মালিককে রাজউকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন-অর-রশীদসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।