ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাম্য হত্যা: এক সপ্তাহের মধ্যে ঘটনা উদঘাটন করে চার্জশিট জমার আশা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, মে ১৭, ২০২৫
সাম্য হত্যা: এক সপ্তাহের মধ্যে ঘটনা উদঘাটন করে চার্জশিট জমার আশা  শনিবার ঢাবির উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে আলোচনা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে চার্জশিট বিশেষ ট্রাইবুনালে পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
শনিবার (১৭ মে) ঢাবির উপাচার্য লাউঞ্জে উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে এই ঘটনা উদঘাটিত হবে। তারপর আমরা চার্জশিট দিয়ে এই অপরাধের দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে পাঠিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সব ব্যবস্থা নেব।  

শেখ মো. সাজ্জাত আলী বলেন, দ্রুত বিচারের একটি উদাহরণ আপনারা আজ দেখেছেন। মাগুরার শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার শেষে আজকে আসামির সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।  

‘তদন্ত একটি জটিল কাজ। গভীর রাতে এ ধরনের একটি ঘটনা (সাম্য হত্যা) ঘটেছে। যারা জড়িত, তারা আহত ছিল। বিভিন্ন হাসপাতাল থেকে আমরা তাদের আটক করেছি। তাদের আদালত রিমান্ড দিয়েছেন। ’ 

ডিএমপি কমিশনার বলেন, পরবর্তী কার্যক্রম সাতদিনে শেষ করে আমরা চেষ্টা করব পুলিশের তরফ থেকে একটি পূর্ণাঙ্গ ব্রিফ করার। আমাদের আন্তরিকতার কমতি নেই। অনেক দূর এগিয়েছি। তবে তদন্তের স্বার্থে অনেক কথা বলতে পারছি না।

ডিএমপির রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেপ্তার করেছি। যেহেতু তারা আহত ছিল, তাই কোথাও না কোথাও চিকিৎসা নেবে, এই ধারণায় আমরা বিভিন্ন হাসপাতালে তল্লাশি চালিয়ে একজনকে শমরিতা হাসপাতাল, অন্যজনকে বিআরবি হাসপাতালে পাই।
 
তিনি বলেন, আরেকজন তাদের সঙ্গে ছিলেন বলে তাদের থেকে জানতে পারি। পরে মোবাইল ট্র্যাকিং করে তাকে ধরা হয়। যেহেতু তাদের ওপর একটি মব হওয়ার শঙ্কা ছিল, তাই তাদের ডিবি অফিসে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেই।  

মাসুদ আলম আরও জানান, যে তিনজন গ্রেপ্তার হয়েছে, আমরা শুধু তাদের নিয়েই বসে নেই। আমরা সমস্ত দিক থেকেই কাজ করছি। বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ দেখছি। আগামীকাল গ্রেপ্তারদের রিমান্ডে পেলে, তাদের থেকে পাওয়া তথ্য দিয়ে নিবিড়ভাবে খুঁটিয়ে দেখব।  

এফএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।