ঢাকা: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।
এতে উল্লেখ করা হয়, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার একটি ফলপ্রসূ বৈঠক করেছেন। তিনি হাইকমিশনারকে তার অগ্রাধিকার সম্পর্কে অবহিত করেন, এর মধ্যে রয়েছে মিডিয়া সংস্কারের পরিকল্পনা এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ তৈরি করা। তারা বাংলাদেশ ও যুক্তরাজ্য সহযোগিতার জন্য আরও বিস্তৃত সুযোগ নিয়েও আলোচনা করেন।
টিআর/আরআইএস