ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

৩ দাবিতে শাহবাগে জুলাইযোদ্ধাদের অবস্থান, যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, মে ১১, ২০২৫
৩ দাবিতে শাহবাগে জুলাইযোদ্ধাদের অবস্থান, যান চলাচল বন্ধ তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই আহতদের চিকিৎসা-পুনর্বাসন ও জুলাই সনদ প্রকাশের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার (১১ মে) সকালে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

আন্দোলনরতরা বলছেন, আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনো শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।

আন্দোলনকারী আহত মো. আলমগীর খান বাংলানিউজকে বলেন, আমি সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আমাদের দাবি ছিল জুলাই সনদ প্রকাশ করা। একটা দাবি মেনে নিলো, আরেকটা বলছে ৩০ দিনের মধ্যে করবে। ৯ মাসে সনদ দিতে পারলো না, ৩০ দিনে কীভাবে করবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।

শাহবাগে আন্দোলনরত অবস্থায় দুজন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা হলেন- আকাশ ও আপন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।  

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, শাহবাগ সড়কটির যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। এখনও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করছি।  

এমএমআই/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।