ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, রঞ্জিত কুমার তালুকদার তার দায়িত্বকালীন ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২ কোটি ২৪ লাখ ৮৪ হাজার ১০৫ টাকার সম্পদ অর্জন করেন এবং তা ভোগ দখলে রাখেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন-এর ৫(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, স্ত্রী ঝুমুর মজুমদারের সঙ্গে পারস্পরিক যোগসাজশে জ্ঞাত আয়ের বাইরে ৯ কোটি ১৬ লাখ ১০ হাজার ১৯০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধেই আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলাটি দায়ের করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায়।
এসএমএকে/এমজে